১০ দফা রুশ ক্ষেপনাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের আরেক শহর

১০ দফা রুশ ক্ষেপনাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের আরেক শহর। ইউক্রেনের চুহুভ শহরে রুশ বাহিনী ১০ দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে । এই হামায় বিধ্বস্ত হয়েছে স্থানীয় স্কুল ও বহু সামরিক বাড়ি। এমনকি একটি মিউজিয়ামও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় পুলিশ কর্মী এই প্রসঙ্গে মন্তব্য করে জানিয়েছে, রুশ বাহিনীর এস থ্রি হান্ড্রেড অ্যান্টি ক্রাফট মিসাইলে বিধ্বস্ত হয় একটি স্কুল ও বহু বেসামরিক ভবন। গুঁড়িয়ে দেওয়া হয় একটি জাদুঘর। এমনকি ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই স্থানটিতে এখনও তিনজন জীবিত আছে বলে আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন।

ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করা হয়ে গিয়েছে। উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে অনুসন্ধানের কাজ।
প্রসঙ্গতও, প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিরামহীন হামলা চালিয়ে আসছে রাশিয়া। এ যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটলেও দুপক্ষ কুরুক্ষেত্র থেকে সরে আসেনি।

Latest articles

Related articles