আবারও বিদেশে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের

আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ একটু বেশী আয়ের আশায় শিল্পহীন জনবহুল জেলা মুর্শিদাবাদ থেকে হাজার হাজার যুবককে পরিযায়ী শ্রমিক হয়ে পাড়ি দিতে হয় বিদেশে। একটু বেশী রোজগার করতে গিয়ে লাশ হয়েও ফিরে আসতে হয় অনেককে।

এবার সেই লাশ হয়ে ফেরা তালিকায় যোগ হল জঙ্গিপুরের আরও একজন। পরিবার সূত্রে খবর, মাসখানেক আগে জঙ্গিপুরের মজিবুর শেখ (৩৬) পাটনার জাহানাবাদে কাজে গিয়েছিলেন। মজিবুর শেখ এর দাদা জানান,  হঠাৎ করেই গত ৩/৪ দিন আগে সে আমার  থেকে ১০০০ টাকা চেয়ে পাঠায়। এবং সেটা দেওয়ার পর থেকে কোনরকম যোগাযোগ করা যাচ্ছিল না মজিবুর শেখ এর সঙ্গে।

এরপরে কেউ একজন ফোন করে জানান যে একটা দেহ পড়ে রয়েছে। এই কথা শুনে তড়িঘড়ি মজিবুর শেখ এর দাদা ঘটনাস্থলে পৌঁছালে দেখেন সেখানে তার ভাইয়ের অচেতন দেহ পড়ে রয়েছে। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুর শেখ মৃত বলে ঘোষণা করেন।

মজিবুর শেখ এর দাবী এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। নিশ্চয় এতে কোন ষড়যন্ত্র রয়েছে। তার ভাইকে কেউ খুন করেছে। তাই তার ভাইয়ের মৃত্যুর তদন্ত দাবী করেছেন তিনি।

মজিবুর শেখ এর পরিবারে রয়েছে ১৪ বছরের একটি সন্তান এবং তার স্ত্রী ৪ মাসের অন্ত্বঃসত্তা।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

Latest articles

Related articles