আব্দুস সামাদ,জঙ্গিপুর:- কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু হল আরো এক শ্রমিকের। মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার মৃদাদপুর গ্রামের জামিরুল সেখ(২৭),তিনি রাজমিস্ত্রির কাজে প্রায় ৮ মাস আগে কেরলে গিয়েছিলেন।পরিবার সূত্রে জানা যায় ২৫/০৮/২০২১ বুধবার সকাল ১০ টার সময় প্রতিদিনের মতোই কাজে গিয়েছিলেন। ফলস স্লাব প্লাস্টার করার সময় স্লাবটি শ্রমিকটির উপর খসে পড়ে। সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
Popular Categories