এনবিটিভি ডেস্ক: মিতালি রাজের পর এবার বায়োপিক আসছে বাংলার মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করার কথা বিরাট-পত্নী অনুষ্কার। চলতি বছরের শেষে শুরু হওয়ার কথা শ্যুটিংয়ের। যদিও এখনও চিত্রনাট্য লেখা হয়নি বলে খবর।
গতবছরের জানুয়ারীতে অনুষ্কার সঙ্গে দেখা গিয়েছিল ঝুলনকে। তখন জল্পনা শুরু হয়, তাহলে কি চাকদাহ এক্সপ্রেসের বায়োপিকে অভিনয় করবেন এই বলি অভিনেত্রী? এবার সেই জল্পনায় সত্যি হতে চলেছে।
তবে এখনও চিত্রনাট্য তৈরি নাহলেও লেখার কাজ চলছে। লেখা হলে পরিচালক ঠিক হবে। তখন প্রস্তুতি নিতে শুরু করবেন অনুষ্কাও। তারপর শুরু হবে শ্যুটিং বলে বিশেষ সূত্রে খবর।
মেয়েদের ক্রিকেটে অন্যতম সফল পেসার ঝুলন। বাংলার এই পেসার ভারতকে নেতৃত্বও দিয়েছেন দীর্ঘ সময়। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ঝুলনের। ইতিমধ্যেই ২৮৯টি একদিনের ম্যাচ, ৬৮টি টি২০ এবং ১১টি টেস্ট খেলা হয়ে গিয়েছে তাঁর। সব ধরনের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে তাঁর ঝুলিতে রয়েছে ৩৩৩টি উইকেট। ব্যাট হাতে রয়েছে ১৭৯৫ রান।