এনবিটিভি: মাদক মামলায় জেরা অভিনেতা অর্জুন রামপালকে। শুক্রবার সকালে মুম্বইয়ের এনসিবির দফতরে পৌছান তিনি, সেখানে তাঁকে দীর্ঘক্ষণ ধরে জেরা করেন তদন্তকারীরা,এর আগে জেরা করা হয়েছে অর্জুনের বান্ধবীকেও।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বলিউডের অনেকের সঙ্গেই মাদক যোগের জল্পনা ছড়ায়, তারপরই তদন্তে নামে এনসিবি। সেই সুত্রেই উঠে আসে অর্জুন ও তাঁর বান্ধবীর নাম।
সোমবার অর্জুনের বাড়িতে তল্লাশি চালান এনসিবির আধিকারিকরা, বাজেয়াপ্ত করা হয় মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট সহ একাধিক সামগ্রী, জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুনের গাড়ির চালককেও, তাঁকে জেরার পর ডেকে পাঠানো হয় অর্জুন ও তাঁর বান্ধবীকে, এদিন করা হয় জেরা।