তৃণমূলের বিক্ষুব্ধদের স্বাগত জানাল বিজেপি, তৃণমূলে মুষল পর্ব শুরু, বললেন দিলীপ ঘোষ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201113-WA0007

এনবিটিভি: এবার তৃণমূলের বিক্ষুব্ধদের গেরুয়া শিবিরে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে। আমরা সংগঠন বাড়াচ্ছি,বাংলায় পরিবর্তনের চেষ্টা করছি। তৃণমূল তো ভেঙে যাচ্ছে, নিজেদের লোকদের সামলাতে পারছে না। কোনও বিধায়ক ইস্তফা দিচ্ছেন, কেউ বলছেন আর দাঁড়াব না,এটা সবে শুরু হলো।

সম্প্রতি তৃণমূলের কয়েকজন বিধায়ক প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিধায়ক পদে ইস্তফা দিয়েও ঢোক গিলেছেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। দলীয় কর্মসূচিতে যোগ না দিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু,এই তালিকায় রয়েছেন শাসক দলের আরও কয়েকজন বিধায়ক।
শুক্রবার দিলীপ বলেন, তৃণমূলে কোনও ভদ্রলোক থাকতে পারেন না। রাজনীতি করতে চাইলে আমরা আগেই আহ্বান করেছি, আসুন, বাংলায় পরিবর্তন করুন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর