তৃণমূলে ঘরওয়াপসি, সদলবলে ফিরলেন আসানসোলের বিজেপি নেতা অজয় প্রসাদ

এনবিটিভি, আসানসোল:  বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে তৃনমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মাত্র কয়েক মাসের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে আবার পুরনো দল তৃনমুল কংগ্রেসে সদলবলে ফিরলেন আসানসোলের বিজেপি নেতা অজয় প্রসাদ।

যোগদানের দিন অভিজিৎ ঘটক অজয় প্রসাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে তাকে স্বাগত জানান। অভিজিৎবাবু বলেন, “এই রকমভাবে সবাই নিজেদের ভুল বুঝতে পারবে। আরো অনেকেই ফিরে আসতে চাইছে ও আসছেন। তৃনমুল কংগ্রেস বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পুর বোর্ড দখল করবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন।”

এদিন দল বদল করে অজয় প্রসাদ বলেন, “ভুল করেছিলাম আমি, নিজের সেই ভুল বুঝতে পেরে আবার পুরনো দলে ফিরলাম।”

রবিবার সন্ধ্যায় আসানসোলের চাদঁমারি কমিউনিটি হলে এই যোগদান পর্ব হয়। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা ৫০ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক ও ২৩ নং ওয়ার্ডের শাসক দলের প্রার্থী সিকে রেশমা সহ আরও অনেকেই।

Latest articles

Related articles