আসামে ১ নভেম্বর থেকে পূৰ্ণ মাত্রায় পাঠদান, শিক্ষামন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূৰ্ণ ঘোষণা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201017-WA0072

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): আজ স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ১ নভেম্বর থেকে আরম্ভ হওয়া পাঠদান সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষনা দেওয়া হয়:-

• ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান চলবে।
• ষষ্ঠ, সপ্তম, নবম, দ্বাদশ শ্ৰেণীর পাঠদান হবে সোমবার, বুধবার ও শুক্রবার।
• অষ্টম, দশম ও একাদশ শ্ৰেণীর পাঠদান হবে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার।
• ব্যক্তি মালিকানাধীন বিদ্যালয়ের ক্ষেত্রেও এই একই নীতি থাকবে৷
• মধ্যাহ্ন ভোজন সংগ্রহ করতে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে।
• বিদ্যালয়গুলোতে দু’টি পৰ্যায়ে ক্লাস চলবে। প্ৰথম পর্যায়ে ক্লাস ৮:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত। আর দ্বিতীয় ক্লাস ১:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত।
• অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে। কোর্স থেকে বিষয়বস্তু কর্তন করা হবে।
• মহাবিদ্যালয়গুলোতে অনলাইন ও অফলাইন দু’টিই চলতে থাকবে৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর