অবশেষে মুখরক্ষা অস্ট্রেলিয়ার, বাংলাদেশকে চতুর্থ টি-২০ ম্যাচে হারিয়ে দিলেন ওয়েডরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1628409149037

ঢাকা: টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে এসে অবশেষে বাংলাদেশকে হারাতে সক্ষম হল অস্ট্রেলিয়া। শনিবারের ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে ম্যাথু ওয়েডের দল।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিন ম্যাচে জেতায় সিরিজ এমনিতেই বাংলাদেশের পকেটে চলে গিয়েছে। বাকি দুটি ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার কাছে আত্মসম্মান রক্ষার লড়াই। চতুর্থ ম্যাচে জিতে বাংলাদেশের কাছে চুনকাম হওয়ার লজ্জা থেকে বেঁচে গেল তারা।

 

শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লা। কিন্তু অ্যান্ড্রু টাই (৩/১৮) এবং মিচেল সোয়েপসনের (৩/১২) বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। সর্বোচ্চ রান ওপেনার মহম্মদ নইমের। ৩৬ বলে ২৮ করেন তিনি। মাহমুদুল্লা শূন্য রানে আউট হয়েছেন। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ তোলে বাংলাদেশ।

 

অস্ট্রেলিয়াও খুব একটা সুবিধে করতে পারেনি। মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান ভালই চাপে ফেলেছিলেন অস্ট্রেলিয়াকে। কিন্তু ড্যান ক্রিশ্চিয়ান (৩৯) এবং শেষের দিকে অ্যাশটন আগারের (২৭) ইনিংসের সুবাদে বাংলাদেশকে হারাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন সোয়েপসন।

 

দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় এলেও হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলনা। কাল, সোমবার শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে  বাংলাদেশ- অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরের শুরুতে নিউজিল্যান্ড আসছে বাংলাদেশ। তারাও টাইগারদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন শাকিব আল হাসানরা। আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে কটিন প্রতিপক্ষদের বিরুদ্ধে সিরিজ খেলে যাচ্ছে বাংলাদেশ। যদিও টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী পর্বে জিতে মূলপর্বে যোতে হবে ওপারের দেশকে।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর