এনবিটিভি ডেস্ক: টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। টি২০ বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নিতে চাইছে তারা।
১৫ জনের দলে ফিরেছেন অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স। প্রথম বার দলে এসেছেন জশ ইংলিশ। উইকেটরক্ষক ম্যাথু ওয়েড দলে থাকলেও দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে তাঁকে নেওয়া হয়েছে।
অভিজ্ঞতার কথা মাথায় রেখেই দল গড়া হয়েছে। এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, ‘‘আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা রয়েছে। তাদের অভিজ্ঞতা ও ভূমিকার কথা মাথায় রেখে দলে নেওয়া হয়েছে। আশা করি তারা সেরা টি২০ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে।’’
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জস হ্যাজেলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন।