আব্দুস সামাদ,জঙ্গিপুর: আবারো ভোটের আগে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার সোমবার রাতে। বোমাগুলি উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের তিনপাকুরিয়া গ্রামে।
জানা গেছে,এদিন রাতে তিনপাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে লিচু বাগানের মধ্যে ১০টি তাজা বোমা দেখতে পাওয়া যায়। এরপরই খবর দেয়া হয় সামশেরগঞ্জ থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
সামসেরগঞ্জে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করলো পুলিশ ও বোম স্কোয়াড টিম। মঙ্গলবার দুপুর নাগাদ সামসেরগঞ্জ থানার তিনপাকুরিয়া এলাকার আমবাগানে বোমা গুলো নিষ্ক্রিয় করা হয়।তারপরেই উত্তেজিত পরিবেশ শান্ত হয়। ঘটনার তদন্ত চলছে।