
ভারতের কাছ থেকে সাময়িকভাবে নিস্তার পেলেও দেশের অন্দরে গৃহযুদ্ধের ছেড়ে কার্যত বিধ্বস্ত পাকিস্তান। আজ বহির শত্রুর থেকেও, ঘরের ভিতরের শত্রু যেন আরও বেশি করে মাথা চারা দিয়ে উঠেছে। ঠিক সেই কারণেই বিশ্বের দরবারে আবারও সমালোচিত হচ্ছে পাকিস্তান সরকার।

ভারতের সঙ্গে লড়তে লড়তে যেন ঘরের ভিতরে সমস্যার সমাধান করতে ভুলে গিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন বালুচ বিদ্রোহ আরও বেশি করে মাথা চারা দিয়ে উঠেছিল। যা কখনোই সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বালুচ সরকার। জানা যাচ্ছে সরকারি ভবন থেকে ইতিমধ্যে পাকিস্তানি পতাকা নামিয়ে বালুচিস্তানের নিজস্ব পতাকা লাগানো হয়েছে। শুধু তাই নয়, ভারতে বালুচিস্তানের দূতাবাস খোলার জন্য আবেদন করা হয়েছে ভারত সরকারের কাছে। চূড়ান্ত রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ সকালে বালুচ নেতা মীর ইয়ার বালুচ, বালুচিস্তানকে স্বতন্ত্র দেশ বলে ঘোষণা করেছে। বালুচ নেতার এই বক্তব্যকে বালুচিস্তান প্রদেশে বসবাসকারী সকল সাধারণ মানুষ জাতীয় রায় বলে স্বীকৃতি দিয়েছেন।