বড় ধাক্কা বিজেপির! তৃণমূলে ফিরলেন বিজেপি সাংসদ সৌমিত্রের স্ত্রী সুজাতা, ফিরতে পারেন সৌমিত্রও

নিউজ ডেস্ক : শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের ঠিক পরেই ঘর ভাঙলো বিজেপির। এবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর গত লোকসভা নির্বাচনের বিজয়ে তার স্ত্রীর উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে জানা যায়। এদের সুজাতা খাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানে তিনি তাকে মেয়ে বলেও সম্বোধন করেন।

সুজাতা তৃণমূলে যোগদান করে বলেন বিজেপিতে মহিলাদের কোনো সম্মান নেই। তিনি আরো বলেন বিজেপিতে যোগ্য মানুষ কোন সম্মান পান না তাই তিনি আবার ঘরে ফিরেছেন। শুভেন্দুর তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন পচা আলু নিয়ে যারা নেতা, মুখ্যমন্ত্রী পদ দেবার লোভ দেখায় সেই দল বেশি দূর এগিয়ে যেতে পারবে না। তার স্বামী সৌমিত্র খাঁ তৃণমূলে যোগদান করতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন হতে পারে ভবিষ্যতে কোনদিন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন।

Latest articles

Related articles