নিউজ ডেস্ক : ভারতের সর্বাধিক স্বাক্ষরতার হার সম্পন্ন রাজ্য কেরালার বিধানসভা এবার সাম্প্রদায়িকতা নির্ভর গেরুয়া রাজনীতি মুক্ত হতে চলেছে। কেরালার রাজনীতি থেকে থেকে আপাতত ৫ বছরের জন্য বিদায় নিচ্ছে গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনে একটি আসনে জয়ী হয়ে বিধানসভায় গেরুয়া রাজনীতির ঝান্ডা বহন করেছিলেন একজন মাত্র বিজেপি বিধায়ক। অন্যদিকে এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে সেখানকার ১৭ টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। এর মধ্যে ১০ টি আসনে তারা এগিয়ে রয়েছে এবং ৭ টি আসনে ইতিমধ্যেই তারা জয়ী হয়েছে। তারা এবারে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের অংশ ছিল।
কেরালা বিধানসভায় বাম দলগুলোর জোট LDF এগিয়ে রয়েছে ৯৯ টি আসনে। এর মধ্যে বেশিরভাগ আসনে তারা জয়ী হয়েছে। দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF । তারা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বা জয়ী হয়েছে ৪৭ টি আসনে। ১৪০ টি আসন বিশিষ্ট কেরালা বিধানসভায় এবার উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে LDF । তাদের মধ্যে সিপিআইএম জয়ী হয়েছে ৫৭ টি আসনে এবং সিপিআই জয়লাভ করেছে ১৬ টি আসনে। চমকপ্রদ বিষয় হল গত ৪০ বছরের ইতিহাসে কেরালায় এই প্রথম কোনো সরকার পরপর দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ৯১ টি আসন লাভ করেছিল। এই নির্বাচনে কংগ্রেস এককভাবে ২৪ টি আসনে এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে।