Friday, February 21, 2025
19 C
Kolkata

বিজেপি বিধায়কদের সাসপেন্ড : বিধানসভায় বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতি

পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ চার বিজেপি বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম ঘোষ। গত সাড়ে তিন বছরে এটাই শুভেন্দুর চতুর্থ সাসপেনশন। ঘটনার সূত্রপাত সরস্বতী পুজো সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে, যা কলকাতার যোগেশচন্দ্র আইন কলেজে সাম্প্রতিক বিবাদের প্রেক্ষাপটে তোলা হয়েছিল।

কী ঘটেছিল বিধানসভায়?
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সরস্বতী পুজো নিয়ে একটি মুলতুবি প্রস্তাব উত্থাপন করলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে অস্বীকৃতি জানান। এর প্রতিবাদে বিজেপি বিধায়কেরা বিধানসভা কক্ষে বিক্ষোভ শুরু করেন। শুভেন্দু অধিকারী ওয়েলে নেমে সরকারি কাগজ ছিঁড়ে স্পিকারের দিকে ছুড়ে দেন। স্পিকার একে “নিন্দনীয়” আচরণ আখ্যা দিয়ে বিধায়কদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন।

সাসপেনশনের প্রক্রিয়া:
তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ শুভেন্দু ও অন্য তিন বিধায়কের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব আনেন। বিধানসভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে প্রস্তাবটি গৃহীত হয়। স্পিকার জানান, শুভেন্দু ও অন্যান্য বিধায়কের আচরণ সংসদীয় মূল্যবোধের পরিপন্থী ছিল।

বিজেপির প্রতিক্রিয়া ও পরিকল্পনা:
সাসপেনশনের পর শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনিই কেবল ওয়েলে নামলেও অন্যদের সাসপেন্ড করা হয়েছে। তিনি এটিকে তৃণমূল সরকারের “নির্যাতন” বলে উল্লেখ করেন। বিজেপি বিধায়করা মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবর্তে, তারা বিধানসভার বাইরে প্রতিবাদ ও সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল বক্তৃতার মাধ্যমে তাঁদের অবস্থান তুলে ধরবেন।

তৃণমূলের অভিযোগ:
তৃণমূল পরিষদীয় দল শুভেন্দুর আচরণকে “অশোভন” ও সংসদীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগ করে। তাদের মতে, সরকারি কাগজ ছিঁড়ে ফেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিরোধী দলনেতা দায়িত্বজ্ঞানহীনতা দেখিয়েছেন।

পটভূমি:
কলকাতার ওই কলেজে সরস্বতী পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রসংঘর্ষ ও আইনি বিবাদের পরিপ্রেক্ষিতে বিজেপি এই প্রস্তাব আনে। আদালত হস্তক্ষেপ করলেও রাজনৈতিক অঙ্গনে ইস্যুটি উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনায় বিধানসভায় সরকার ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন আরও ঘনীভূত হয়েছে। আগামী দিনগুলোতে বিধানসভার কার্যক্রম ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাসপেনশনের প্রভাব লক্ষণীয় হবে বলে বিশেষজ্ঞদের অনুমান।

Hot this week

মোদির গুজরাট মডেলের কালো দিক উন্নয়নের জাঁকজমকের আড়ালে চির বঞ্চিত শ্রমিকের শোষণ ও অত্যাচারের মর্মান্তিক কাহিনী

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩৩২ ভারতীয়কে হাতে-পায়ে পায়ে শিকল...

উত্তপ্ত পরিস্থিতিতে ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট কি পারবে ভ্রাতৃত্ব স্থাপনে উদ্যোগী হতে?

উত্তপ্ত লোহার তাওয়া জলে চুবালে যে প্রতিক্রিয়া হয় এও...

গাজা-লেবাননে ইসরায়েলের হত্যালীলায় কি আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ?

শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড...

Topics

গাজা-লেবাননে ইসরায়েলের হত্যালীলায় কি আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ?

শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড...

ভারতের নির্বাচনে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ: এলন মাস্কের ডোজের ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল

১৯ই ফেব্রুয়ারি, ২০২৫, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ),...

মালদা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন : বিষাক্ত ধোঁয়ার দাপটে হুড়োহুড়ি রোগীদের

মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বায়োমেডিক্যাল ওয়েস্ট...

Related Articles

Popular Categories