বুথের মধ্যে বিজেপির পোলিং এজেন্টের রহস্য মৃত্যু,তদন্তের নির্দেশ কমিশনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

793de651e21c

সকালে পঞ্চম দফার ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল বিজেপির পোলিং এজেন্টের। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই বুথে বন্ধ রাখা হয় ভোটগ্রহণ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কামারহাটির ১০৭ নম্বর বুথে। বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

 

মৃত ওই এজেন্টের নাম অভিজিৎ সামন্ত। ভোট শুরু হওয়ার আগে নির্ধারিত সময়েই তিনি পৌঁছে যান বুথে। কিছুক্ষণ পর হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। শুরু হয় বমিও। সেখানে উপস্থিত ভোট কর্মী এবং অন্য দলের পোলিং এজেন্ট দেখলেও বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেননি। তার বেশ কিছুক্ষণ পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করে।

 

এই ঘটনার জেরে প্রশ্নের মুখে ওই বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের ভূমিকা। কেন অভিজিতের অসুস্থতা নজরে পড়া সত্ত্বেও তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তবে এখন ভোটগ্রহণপর্ব স্বাভাবিক ছন্দে এগিয়ে চলেছে বলে জানা গেছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর