জৈদুল সেখ, কান্দি: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি থানার মোড় এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করল আইএনটিটিইউসি নেতৃত্ব। যখন রাজ্যের প্রত্যেকটি ব্লাড ইউনিট রক্ত সংকটে ভুগছে ঠিক তখন কান্দি মহকুমা হাসপাতালে ব্লাড ইউনিটের রক্ত সংকট মেটানোর জন্য এগিয়ে এলো আইএনটিটিইউসি নেতৃত্ব। প্রায় শতাধিক রক্তদাতা এদিনের এই রক্তদান শিবির থেকে রক্ত দান করেন বলে জানিয়েছেন আইএনটিটিইউসি নেতৃত্ব। রক্তদান জীবন দান স্লোগানকে সামনে রেখে আইএনটিটিইউসি এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপূর্ব সরকার, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি পার্থ প্রতিম সরকার সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
Related articles