জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন মুর্শিদাবাদের ইসলামপুরে

ইসলামপুরঃ করোনা পরিস্থিতি দূর হলেও ব্লাড ব্যাংক গুলির অবস্থা করুণ। বেশিরভাগ ব্লাড ব্যাংকগুলি রক্তশূন্য অবস্থায় পড়ে রয়েছে। সেই রক্ত সংকট কাটাতেই মুর্শিদাবাদ পুলিশ জেলার নয়া উদ্যোগ “উৎসর্গ “। এদিন মুর্শিদাবাদ পুলিশ জেলার সহযোগিতায় ইসলামপুর থানার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উদ্যোক্তারা জানান,  পুলিশ কর্মী ছাড়াও সাধারণ মানুষের জন্যই এই রক্তদান শিবির। এবং প্রতিমাসেই এমন রক্তদান শিবির করা হবে, যাতে রক্তের সংকট না হয়। এদিন প্রায় ৭০ জন মানুষ রক্তদান করেন। এই রক্তদান উপলক্ষে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার এসপি কে সবরী রাজকুমার, লালবাগ অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার, ডোমকল আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী সহ বিভিন্ন পুলিশ আধিকারিরা।

Latest articles

Related articles