
দক্ষিণ গাজায় ইজরায়েলের হাতে নিহত ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এই দেহগুলি একটি ক্ষতিগ্রস্ত অ্যাম্বুল্যান্সের ভেতর থেকে পাওয়া যায়। অভিযোগ রয়েছে, ইজরায়েলের সেনারা ঠান্ডা মাথায় এদের হত্যা করেছে এবং হত্যার পর বুলডোজার দিয়ে অ্যাম্বুল্যান্সটিকে মাটিতে চাপা দেওয়া হয়।
নিহতদের মধ্যে রয়েছেন রেড ক্রিসেন্টের ৮ জন কর্মী, সিভিল ডিফেন্স ইমার্জেন্সি ইউনিটের ৬ জন সদস্য এবং প্যালেস্টাইনের শরণার্থী বিষয়ক ইউএনআরডব্লিউএর ১ জন কর্মী।
এছাড়াও, ইজরায়েলের জেলে আরেক প্যালেস্টাইনি কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম ওয়ালিদ আহমদ (১৭)। তাকে ঢিল ছোড়ার অভিযোগে ইজরায়েলি সেনারা আটক করে, এবং গত ৬ মাস বিনা বিচারে জেলে রেখেছিল। এই ঘটনাগুলো প্যালেস্টাইন-ইজরায়েল সংঘর্ষে মানবাধিকার লঙ্ঘনের নতুন প্রমাণ বলে দাবি করা হয়েছে।