টোকিও: ২০০২-এ জাপানের ইয়োকোহামায় পঞ্চমবার বিশ্বকাপ জিতেছিল রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহোর ব্রাজিল। ১৯ বছর পর সেই ইয়োকোহামাতেই অলিম্পিক্স ফুটবলে সোনা জিতলেন দানি আলভেজ, রিচার্লিসনরা। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নেইমাররা। পরপর দু’বার সোনা পেল ব্রাজিল।
আজ ফাইনালে প্রথমে গোল করে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের শেষমুহূর্তে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিয়াস কুনহা। ৬১ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান মিকেল অয়ারজাবাল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল করে ব্রাজিলকে জয় এনে দেন ম্যালকম।