মালদা: একটি দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলের ধানগারা অঞ্চলের বালুয়াঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বালুয়াঘাট স্ট্যান্ডে রাফিকুল হোসেন নামে এক ব্যক্তির একটি মুদিখানার দোকান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তাঁর চক্ষু চড়কগাছ। দোকানের তালা ভেঙে চুরি হয়েছে মুদি ভান্ডারের যাবতীয় সামগ্রী। এছাড়াও কেস বাক্সে মজুত ছিল হাজার তিনেক টাকা। সেটাও চুরি যায় বলে দাবি করেছেন দোকান মালিক। গোটা ঘটনার বিবরণ নিয়ে মঙ্গলবার চাঁচল থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন ওই দোকান মালিক। পুলিশ যেন চোরদের চিহ্নিত করে সেই দাবি তুলেছেন ওই মুদি ব্যবসায়ী। লকডাউনে কাজ হারিয়েছেন অনেকই। যে যার পেশায় নিযুক্ত ছিল,সেটাই আকড়ে ধরে রেখেছে। সেই মোতাবেক রাফিকুল হোসেনও তাঁর ক্ষুদ্র ব্যবসাটিকে আকড়ে ধরে রেখেছিলেন।
একটি ছোট্ট ঘুমঠিতেই চলছির তাঁর ব্যবসা। চোরেদের কর্মকান্ডে সেই ব্যবসাটিও টিকিয়ে রাখা দায় হয়ে পড়েছে তাঁর।