জলঙ্গিঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে তথ্য প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হল মুর্শিদাবাদের জলঙ্গির ১৪১ নং বিএসএফ ক্যাম্পে।
এদিন এলাকার সাধারণ নাগরিক থেকে জনপ্রতিনিধি সহ বিডিও ও বিএসএফ অধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ঘটনার ছবি তুলে ধরা হয়। সেই সময় কিভাবে সাহায্য করা হয়েছিল ও কত জীবন শহীদ হয়েছিলেন, সেই সব কথা তুলে ধরেন বিএসএফ আধিকারিকরা।
এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঙ্গীর বিডিও শোভন দাস, ব্লক সভাপতি রাকিবুল ইসলাম,বিএসএফ আধিকারিক আরপি শর্মা, ইন্সপেক্টর বাসুদেব শর্মা এবং বলবির সিং।