বাস চলাচল নিয়ে বিক্ষোভ বাস চালকদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201218-WA0034

এনবিটিভি ডেস্ক, মালদা: মালদা নালাগোলা রাজ্য সড়কে বামনগোলা থানার অন্তর্গত পাকুয়া হাট বাসচালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বচসা জেরে আজ ১১টা নাগাদ এক ঘন্টা বাস বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাস চালকরা। পাকুয়া হাট এলাকায় নতুন বাস ষ্ট্যান্ডে বাস না দাঁড়ানোর অভিযোগ তুলেছে নতুন বাস ষ্ট্যান্ডের কাছে থাকা ব্যবসায়িক সমিতির সদস্যরা। তাদের অভিযোগ প্রতি দিনই মালদা নালাগোলা রাজ্য সড়কে প্রায় ৮০টি বাস চলাচল করে। কিন্তু নতুন বাস ষ্ট্যান্ড বাস দাঁড় না করিয়ে চলে যাচ্ছে, এই অভিযোগ করে অনুপ রায় বলেন পাকুয়াহাট এলাকায় এখানে নতুন বাস ষ্ট্যান্ড করা হয়েছে। যে ভাবে মালদা নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল করে প্রতিদিন এই পাকুয়াহাট এলাকায় এই নতুন বাস ষ্ট্যান্ডের নিয়ম রয়েছে পেছনের বাস এই ষ্ট্যান্ডে আসার পরে আগের বাস নিয়ে যাওয়ার। কিন্তু শুক্রবার সকালে একটি বাস ষ্ট্যান্ডে দাঁড় না করিয়ে চলে যান। ব্যবসায়িক সমিতির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলে, এই নতুন বাস ষ্ট্যান্ড চালু থাকলে এখানকার ষ্ট্যান্ডে দোকান গুলি চালু হবে তাই সেই বাস কন্টাক্টে বলা হয়েছে এই বাস ষ্ট্যান্ডে যাওয়ার সময় না দাঁড়ানোর জন্য তাকে বলাহয়। আসার সময় তাকে এখানে বাস দাঁড়করাতে দেওয়া হবেনা নিয়মিত যে ভাবে সব বাস দাঁড়াচ্ছে সেই ভাবে সব বাস দাঁড় করাতে হবে এই কথা বলায় বাস চালক ও ব্যবসায়িক দের মধ্যে বচসা সৃষ্টি হয়। তার জেরে বাস চালকরা প্রায় এক ঘন্টা বাস বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বাস কন্টাক্ট মানিক দাস বলেন বেশ কিছু দিন ধরে সমস্যা হচ্ছে এখানে বাস দাঁড়করানো নিয়ে। নতুন বাস ষ্ট্যান্ডে বাস দাঁড়করালে পরের বাস আসতে লেট হওয়ায় যাত্রীরা বাস চালকদের গালাগালি করে। দেরি হয়ে যাওয়ায় তাই নতুন বাস ষ্ট্যান্ডে যাত্রীদের নামানোর পরেই বাস ছেড়ে দেওয়া হয়। সময় কম থাকায় এখান থেকে বাস নিয়ে বেরিয়ে যেতে হয়। এই নিয়ে মালিকদের আগামীতে মিটিং রয়েছে তারপরে কি হচ্ছে জানাবেন। এই খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে বামনগোলা থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে পুনরায় বাস চলাচল শুরু হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর