তবে কি সম্পর্কে চিড়! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনফলো করলো হোয়াইট হাউস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

PicsArt_04-29-05.30.27

এনবিটিভি ডেস্কঃ বিশ্বজুড়ে ভারত-মার্কিন দুই রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত সাড়া ফেললেও সেই সম্পর্কে কি চিড় ধরা পড়ল! এমনই ইঙ্গিত মিলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটার সহ ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দপ্তরের ৫টি টুইটার প্রোফাইলকে আনিফলো করলো হোয়াইট হাউস।

আশ্চর্যের বিশয় হল, সপ্তাহ তিনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-সহ এই পাঁচটি টুইটার হ্যান্ডেল ফলো করা শুরু করে হোয়াইট হাউস। তখন হোয়াইট হাউসের সরকারি টুইটার হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যা ছিল ২১.৫ মিলিয়ন। এবং হোয়াইট হাউস ফলো করত ১৯ জনকে। সেই ১৯ জনের মধ্যে ৬ জনকে আনফলো করল মার্কিন প্রেসিডেন্টের বাসভবন। যে হ্যান্ডেলগুলি আনফলো করা হয়েছে তাঁর মধ্যে ওয়াশিংটনে ভারতের দূতাবাস এবং ভারতে আমেরিকার দূতাবাসও রয়েছে। আপাতত হোয়াইট হাউসের ফলোয়ার সংখ্যা ২২ মিলিয়ন। এবং মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ফলো করছে ১৩ জনকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর