ক্রেতা সেজে দিনদুপুরে মোবাইল চুরি ভাঙ্গড়ে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201218-WA0046

এনবিটিভি ডেস্ক: ক্রেতা সেজে মোবাইল চুরি! রাতে নয় সাত সকালে স্টেশনারি

দোকানে ক্রেতা সেজে দুই যুবক মোবাইল হাতিয়ে চম্পট দেয় দোকানের মালিক আসলাম আলির চোখে ধুলো দিয়ে। ঘটনাটি ঘটে ভাঙড় কলেজ রোড রাস্তায়। সময় সকাল পৌনে নটা। দোকান থেকে দুই যুবক চলে যাবার পর দোকান মালিক দোকান বন্ধ করে খাবার খেতে যান। ৯টা ৪০ এ দোকান খোলেন। বাড়িতে ফোন করবেন এই কথাটা ভেবে শোকেশের পাশে টেবিলে দিকে তাকাতে দেখেন মোবাইল উধাও। আসে পাশে দোকানদার
এইকথাটা বলেন। পাশের কাপড়ের দোকানে লাগানো সিসি ক্যামেরার ছবিতে দুই যুবকে চিনতে পারেন। ভাঙড় থানায় কেস করেন মোবাইল চুরির। মোবাইলটি ছিল ভিভো, সিম ছিল জিও।

আসলাম আলি বলেন তিন বছর ধরে ভাঙড় কলেজ রোডের পাশে দোকান ভাড়া নিয়ে স্টেশনারি মাল তুলে ব্যবসা করছি। আজ সকাল পৌনে ৯টার সময় দুই যুবক এসে বললো আমাদের কিছু জিনিস কিনতে হবে সেই সব জিনিস দেখান। তাদের কথা মতন দেখাই। এরপর তারা বলে আর কয়েকটা দোকানে দেখি। এরপর আমি দোকান বন্ধ করে খেতে যাই। ৯ টা ৪০ এ দোকানে ফিরে আসি দোকান খুলে বসি। এরপর বাড়িতে ফোন করার কথা ভাবি। শোকেসের পাশে রাখা টেবিলের ওপর চোখ যেতে কপালে হাত পড়লো। দেখি আমার ভিভো মোবাইলটি
নেই। আসে পাশের দোকানে বলি। পাশের
দোকান দার তাদের দোকানে রাখা সিসি টিভির ভিডিও ফুটেজ দেখায়। দেখি যুবকদুটি দোকান থেকে নামছে চলে যাচ্ছে। কোন দিকে তাকাচ্ছে না‌। ভাঙড় থানায় মোবাইল চুরির কেস করেছি। জিও মোবাইল সিম বন্ধ করতে জিও তে ফোন করেছি। এবিষয়ে ভাঙড় বাজার সমিতি বলেছেন সমস্ত দোকানদার দের সচেতন হতে হবে, দোকানে কেউ জিনিস কেনাকাটা করতে আসলে সচেতন থাকতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর