ক্যা বিরোধী আঞ্চলিক শক্তিগুলোকে ভবিষ্যত রাজনীতির টিপস দিলেন কৃষক নেতা অখিল গগৈ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200908-WA0047

এনবিটিভি ডেস্ক: ক্যা আন্দোলন করার অপরাধে নয় মাস ধরে কারাজীবন অতিবাহিত করেছেন অখিল গগৈ। বর্তমানে জিএমসিতে চিকিৎসাধীন কৃষক নেতা অখিল গগৈ। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে সােমবার স্বাস্থ্য পরীক্ষার সময় সাংবাদিকদের মুখােমুখি হয়েছিলেন গগৈ। সেই সময় অসমের ক্যা বিরোধী আঞ্চলিক শক্তিগুলোকে ভবিষ্যত রাজনীতির টিপস দিলেন কৃষক নেতা গগৈ।

• ভাগ ভাগ হলে হবে না, মরবে অসমিয়া জাতি। ১০-১৫টা দল হলে লাভ হবে বিজেপির।

• সকলে মিলে একটি শক্তিশালী আঞ্চলিক দল গঠন করতে হবে। যে দলের একটি পতাকা, একটি প্রতীক হতে হবে।

• কৃষক মুক্তি একা দল গঠন করলেও চলবে না। সকলে একত্রিত হলেই রাজ্যে রাজনৈতিক ঝড় সৃষ্টি হবে।

• কৃষক মুক্তি, আসু, এজেওয়াইসিপি সকলে মিলে একটি রাজনৈতিক দল গঠনে আসু, এজেওয়াইসিপি নেতৃত্বকে আহ্বান।

• তখন এই আঞ্চলিক শক্তির কাছে বিজেপি আরএসএস ও কংগ্রেস, এআইইউডিএফ দল ধূলিসাৎ হবে।

• হিন্দু-মুসলিমের রাজনীতির এই সংস্কৃতিকে বাধা দিতে হলে ধর্ম জনগোষ্ঠীর কথা ভুলে আমাদের একসাথে থাকতে হবে।

• না হলে হিন্দু-মুসলিমের রাজনীতি অসমে আরও ৫০ বছর চলবে। শেষ হয়ে যাবে গণতান্ত্রিক মূল্যবোধ ও অসমিয়ার অস্তিত্ব।

• ক্যা আন্দোলনও অব্যাহত রাখতে হবে। তবে কারাগার থেকে নির্বাচন খেলার কোন ইঙ্গিত দেন নি কৃষক নেতা অখিল গগৈ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর