পশ্চিম বর্ধমান: রানীগঞ্জের পরিত্যক্ত বানস কোম্পানির পড়ে থাকা সামগ্রীর মধ্যে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সন্ধ্যে নাগাদ বিষয়টি এলাকার বাসিন্দারা লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ ও দমকল বিভাগ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লাগে এদিনের এই ঘটনায় কে বা কারা এই আগুন লাগিয়েছে তার খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গেছে ওই ফ্যাক্টরিতে বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতী দল লোহা ও বিভিন্ন সামগ্রী চালাচ্ছিল বেশ কয়েক দফায় পুলিশ প্রশাসন পাকড়াও করে তাদের। এবার সেই কারখানারই বিভিন্ন সামগ্রী মধ্যে হঠাৎ এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয় এখনো পর্যন্ত দমকল বিভাগের বিশেষ দল আগুন নেভানোর জন্য তৎপর হয়েছে সেখানে।