সকাল হতে না হতেই ঝরে গেল তাজা দুটি প্রাণ 

 

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় দুইজনের মৃত‍্যু হয়েছে। মৃতরা হলেন-খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে মানিক (৩৩) ও নূর হোসেনের ছেলে মাসুম (১৭)।

 

ঘটনাটি আজ সোমবার (৭ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে খুরশিদমহল ব্রীজের উপর ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সুএে জানা যায, প্রতিদিনের ন‍্যায় চরাঞ্চল থেকে গরুর ঘাস আনতে সোমবার ভোরসকালে মানিক ও মাসুম খুরশিদমহল গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। খুরশিদমহল ব্রীজের উপর দিয়ে হেঁটে যাওয়া সময় পিছন দিক থেকে আসা বালুর ভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনেই মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে

পাগলা থানার ওসি মোঃ রাসেদুজজামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাঁনো হয়েছে।

সকাল দশটার দিকে পাগলা থানার পুলিশ প্রসাশণ লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। অভিযোক্ত ড্রামট্রাক চালক পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে এখন ও গ্রেপ্তার করতে পারেনি। এলাকাবাসীর দাবী এই জোড়া খুনিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হউক।

Latest articles

Related articles