এনবিটিভি, ওয়েব ডেস্ক: মধ্যবিত্তের ডাল-ভাতকে সুরক্ষিত রাখতে চাল রপ্তানি নিষিদ্ধ করার পথে কেন্দ্র। মূল্যবৃদ্ধির দিকে নজরে রেখে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি বৈঠক করেছে। সেখানে আলোচনায় উঠে এসেছে, বাসমতি ছাড়া সমস্ত ধরনের চাল বিদেশে রপ্তানি নিষিদ্ধ করার পথে হাঁটা উচিত কি না। সেক্ষেত্রে দেশের বাজারি ঘাটতি থাকবেনা। নিয়ন্ত্রণে থাকবে ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্যের দাম।
যদি বাসমতি ছাড়া যাবতীয় চাল রপ্তানি নিষিদ্ধ হয় সেক্ষেত্রে ৮০ শতাংশ চাল রপ্তানিই আটকে যাবে। মনে করা হচ্ছে, দিল্লি চাল রপ্তানিতে লাগাম দিলে দেশে চালের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে চালের দাম অনেকটাই বেড়ে যাবে।