উজ্জ্বল দাস, দুর্গাপুর: টালিগঞ্জের হোটেলে সুমন্ত ঘোষ নামের এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানালেন দুর্গাপুর পৌর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার।
মঙ্গলবার সকালে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ৫৪ ফুট এলাকায় সুমন্তর শশুরবাড়ির লোকজনের সাথে দেখা করতে আসেন রমাপ্রসাদ । তিনি সান্ত্বনা দেন সুমন্ত ঘোষের স্ত্রীকে। পাশে থাকার বার্তাও দেন। এই ঘটনার খবর পেয়ে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশও আসে সুমন্তর শ্বশুরবাড়িতে, কথা বলেন পরিবারের সাথে।
দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতীতে থাকতেন সুমন্ত, মাস ছয়েক হল কলকাতায় একটি হোটেলে কাজে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর আকষ্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।