শ্যাম্পেন না অ্যালকোহল! বিতর্কের ঝড় রাশিয়ায়

নিউজ ডেস্ক : সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতানিয়া গোলিকোভা দেশবাসীর উদ্দেশ্যে জানান যে ,স্পুটনিক’ ভি টিকাকরণের ৪২ দিনের মধ্যে শ্যাম্পেন পান করা যাবে না। কারণ, টিকার কার্যকারিতা শুরু হতে সময় লাগে ৬ সপ্তাহ। এই দিনগুলোতে বাড়তি সর্তকতা অবলম্বনে এই নিষেধাজ্ঞা জারি রাখা অত্যন্ত জরুরী।

কিন্তু ,দেশের নিরাপত্তা সংস্থার প্রতিনিধি পোপোভার বলেন যে ,টিকা নেয়ার আগের দুসপ্তাহে অ্যালকোহল সেবন ও টিকাকরণের পর দুইদিন অ্যালকোহল সেবন না করলেই চলবে।

এই দুজনের মতামত নিয়ে রাশিয়ায় উঠেছে বিতর্কের ঝড় ।কোনটাকে বাদ দেবেন গ্রাহক বা সাধারণ জনগণ! শ্যাম্পেন না অ্যালকোহল?

অন্যদিকে, টিকা প্রস্তুতিকরণ দলের এক সদস্য গিন্সবার্গ তাতানিয়ার বিরোধিতা করে এক টুইটে বলেন যে, “এক গ্লাস শ্যাম্পেনে কারো কোন ক্ষতিই হবে না ।এমনকি ,আপনার ইমিউনিটি সিস্টেমের ও না”। গিন্সবার্গ এর এই কথার পরে শ্যাম্পেন হাতে লিওনার্দো ডি ক্যাপ্রিও এক টুইট বার্তায় বলেন যে গিন্সবার্গের কথা অনুযায়ী, টিকাকরণের দুই দিন আগে থেকে এবং টিকাকরণের দুইদিন পর পর্যন্ত অ্যালকোহল সেবন না করলেই চলবে। তিনি আরো বলেন যে ,”এই পদ্ধতি শুধুমাত্র স্পুটনিক’ ভি এর জন্য নয় বরং সমস্ত ভ্যাকসিন এর জন্যই কার্যকর”।

Latest articles

Related articles