চাঁচল: ত্রিপুরায় তৃণমূলের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে বেনিয়মভাবে গ্রেফতার ও তৃণমূল কর্মীদের উপর বিজেপির গুন্ডাবাহিনীদের হামলার প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ।সোমবার দুপুরে মালদহের চাঁচল-১ নং ব্লক টিএমসিপির উদ্যোগে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিন ৮১ নং জাতীয় সড়কের উপর চাঁচল নেতাজি মোড়ে ঘন্টা খানেক ধরে পথ অবরোধ করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাদের বিক্ষোভের জেরে আটকে পড়ে বহু যানবাহন। সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষ।ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘন্টা খানেক বিক্ষোভ দেখানোর পর অবরোধ তুলে নেয় তৃণমূল ছাত্র সংগঠন।