হালাল খাদ্য: সংঘ পরিবার সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছে ,অভিযোগ কেরালার কমিউনিস্ট পার্টির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

MA_baby2021112208444920211122092022

এনবিটিভি ডেস্কঃ দেশের প্রত্যেক রাজ্যে আরএসএস-এর প্রভাব দিনদিন বেড়েই চলেছে। কেরালা রাজ্যে তার বাইরে নয়। সোমবার কেরালার কমিউনিস্ট পার্টি নেতা এমএ বেবি বলেন,বিজেপি,আরএসএস এবং সংঘ পরিবার কেরালায় হালাল খাদ্যের ইস্যু তুলে ধরে জনগণের মধ্যে একটি সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছে।

 

বেবি আরও বলেন,ভারতে মানুষের বিভিন্ন খাদ্যাভ্যাস রয়েছে। হালাল খাদ্যের ইস্যুকে তুলে ধরে তারা রাজ্যের মধ্যে একটি সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তারা গুজরাটে সাম্প্রদায়িক বিভাজন সফলভাবে প্রয়োগ করেছেগুজরাটের সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হোটেলগুলিকে পাকিস্তানি হোটেল বলে ডাকা হয়।

 

তিনি আরও বলেন,কেরালার জনগণ গত নির্বাচনে বিজেপির আদর্শকে প্রত্যাখ্যান করেছে। কেরালা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে গেছে। কোনও উপায় না থাকায় এখন তারা হালাল খাবারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার সুড়সুড়ি দিচ্ছে ।এই প্রচারণা কেরালার প্রগতিশীল মানুষ প্রত্যাখ্যান করবে।

 

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর