বিজেপির ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে ভোট দিয়েছে বাংলার মানুষ, বিস্ফোরক বিজেপির সহ সভাপতি চন্দ্র কুমার বোস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210625_215014

নিউজ ডেস্ক : ভোটে হারের পর থেকে বিজেপি শিবিরের অস্বস্তি বেড়েই চলেছে ক্রমে। দলের রণনীতি নিয়ে প্রশ্ন তুলে বেসুরো হচ্ছেন একের পর এক বিজেপি নেত্রী। দল ছেড়েছেন অনেকে বা অনেকের ছাড়তে প্রস্তুত অনেকে। এবার বিজেপির অস্বস্তি বৃদ্ধি করলেন নেতাজি পরিবারের সদস্য এবং বিজেপির রাজ্য সহ সভাপতি চন্দ্র কুমার বোস। এদিন চন্দ্র কুমার বোসের একটি টুইট প্রশ্ন তুলে দিল বিজেপির অভ্যন্তরে বর্তমান অবস্থা সম্পর্কে। ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে মানুষের ভোট দেওয়াকে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, ‘বাংলার মানুষ ধর্মীয় ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে স্পষ্টত ভোট দিয়েছেন। বাংলা সবসময় অন্যদের থেকে আলাদা থেকেছে রাজনীতিতে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিয়ে। জয় হিন্দ!’

 

 

এই টুইটে স্পষ্টতই দলের রণনীতির বিরুদ্ধাচারণ করা হয়েছে। বাংলার মানুষ যে বিজেপির ধর্মীয় মেরুকরণকে পছন্দ করছেন না, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। যদিও রাজ্য বিজেপির সহ-সভাপতিকে বর্তমানে দলের কোনও কর্মসূচিতে তেমন দেখা যায় না। এবার নির্বাচনী মিটিং-মিছিলেও তাঁকে দেখা যায়নি। রাজ্যে উত্তরবঙ্গ এবং রাড় বঙ্গের দাবি নিয়ে চরম বিতর্কের মধ্যে থাকা বিজেপি নেতারা এই ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি।

 

 

বিধানসভা নির্বাচনে বিজেপির রণনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু বিজেপি নেতা। তাদের মধ্যে তথাগত রায় উল্লেখযোগ্য। তিনি রাজ্য বিজেপির নেতাদের বিরুদ্ধে বার বার অভিযোগ করেছেন। আঙুল তুলেছেন দিলীপ কৈলাশের বিরুদ্ধে। তাকে শেষ দিল্লিতে ডেকে পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে কেন্দ্রীয় নেতারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর