শুক্রবার মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান ৩


এনবিটিভি, ওয়েব ডেস্ক: শুক্রবার ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে চন্দ্রযান ৩-কে সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেবে LVM3 রকেট।

চন্দ্রযান ৩ মিশনে আর কোনও ত্রুটি বিচ্যুতি চায় না ইসরো তাই বুধবার একপ্রস্থ ‘রিহার্সাল’ দেওয়া হয়েছে এবং সফল হয়েছে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। পাশাপাশি বৃহস্পতিবার তিরুপতি মন্দিরে ঈশ্বরের কাছে মিশনের সাফল্যের জন্য পুজো দিলেন বিজ্ঞানীদের একটি দল।

Latest articles

Related articles