ছট পূজো উপলক্ষে গঙ্গাস্নানে ভিড় ভক্তদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201117-WA0021

এনবিটিভি ডেস্ক, মালদা: শুক্রবার ও শনিবার ছট। সেই উপলক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ভক্তদের ব্রত পালন। এদিন গঙ্গাস্নান করে শুরু হল ব্রত পালন। গঙ্গাস্নানের জন্য ভক্তরা ভিড় জমান ইংরেজবাজারের সাদুল্লাপুর। জানা গেছে, বুধবার ছাট পালনকারীদের লাউভাত, বৃহস্পতিবার খান্নাব্রত। বৃহস্পতিবার গোধুলিলগ্নে পাইলা ওরগ ছট অর্থাৎ সূর্যদেবের পুজো। শনিবার ভোর থেকে হবে পাইলা নিস্তার ছট। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এদিন সাদুল্লাপুরে ভক্তরা গঙ্গাস্নানের জন্য ভিড় জমান। শহরেরে কৃষ্ণপল্লি বাপুজী কলোনি থেকে গঙ্গাস্নানে আসেন।

সান্তনা রাম। তিনি বলেন, ‘‌প্রতি বছর ছট পুজোর আগে আমরা পরিবার সমেত গঙ্গাস্নানে আসি। আগামী কাল আমাদের লাউভাত দিয়ে ব্রত পালন শুরু।’‌

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর