চিত্তরঞ্জন কারখানায় এই প্রথম উৎপন্ন হল এরোডায়নামিক ডিজাইনের তেজস এক্সপ্রেস ইঞ্জিনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201004-WA0028

এনবিটিভি ডেস্ক: ২রা অক্টোবর ২০২০ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা প্রথম এরোডায়নামিক ডিজাইনের তেজস এক্সপ্রেস ইঞ্জিন ডব্লিউ এ পি-৫ (ইঞ্জিন নম্বর ৩৫০১২ এবং ৩৫০১৩) উৎপাদন করে নতুন ইতিহাস রচনা করল। চিরেকার মহাপ্রবন্ধক শ্রী প্রভীন কুমার মিশ্র আজ চিরেকার সাইডিং থেকে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দিয়ে ইঞ্জিন দুটিকে দেশের উদ্দেশ্যে প্রেরণ করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে চিরেকার বরিষ্ঠ আধিকারিক গন, কর্মীবৃন্দ কোভিড-১৯ এর সতর্কতামূলক নির্দেশিকা পালনের সাথে উপস্থিত ছিলেন। এই জোড়া ইঞ্জিনের প্রত্যেকটি ৬০০০ অশ্বশক্তি সম্পন্ন আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত। এরো ডায়নামিক ডিজাইনের ইঞ্জিন দুটি অত্যাধুনিক আইজিবিটি প্রযুক্তির মাধ্যমে পুশ পুল টেকনোলজির ব্যবহারে ঘন্টায় ১৬০কিমি বেগে যেকোনো প্রিমিয়াম যাত্রীবাহী গাড়িকে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম। ড্রাইভার ডেস্ক গুলি লোকো চালকের দক্ষতার উন্নতি সাধনের জন্য স্বতন্ত্রভাবে সংশোধন করা হয়েছে। এই ইঞ্জিনগুলি থেকে সরাসরি কোচ ও প্যান্ট্রি কারে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে ফলে পৃথক ডিজেল পাওয়ার জেনারেটার কারের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে। শব্দহীন, দূষণমুক্ত, পরিবেশ বান্ধব ইঞ্জিন দুটি শক্তি সঞ্চয়ে আরোও বেশি সক্ষম। ট্রেনসেট প্যাটার্নে পরিচালিত ইঞ্জিন দুটি লোকো শান্টিংএর সময়ের লাঘব ঘটাবে। চিরেকায় উৎপন্ন এই তেজস এক্সপ্রেস ইঞ্জিনটি ভারতীয় রেলের হয়ে প্রিমিয়াম যাত্রীবাহী ট্রেনগুলিকে খুব কম সময়ে নিজের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর