৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফল প্রকাশ আবশ্যিক, সব রাজ্য বোর্ডকে নির্দেশ সুপ্রিম কোর্টের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-24 at 2.12.06 PM

দিল্লি: করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই পরিস্থতিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের বোর্ডগুলিকে দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ করতে হবে, বৃহস্পতিবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরও বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত করে জানাতে হবে, কী ভাবে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে। পরীক্ষা বাতিল হওয়ার ফলে পূর্ববর্তী ফল ও স্কুলের নিজস্ব পরীক্ষার উপর নির্ভর করেই দ্বাদশের ফল নির্ধারিত হবে। কী ভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে, তা আগামী ১০ দিনের মধ্যে স্পষ্ট করতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের।

তবে আদালতের তরফ থেকে এও বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা বোর্ডের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি ঠিক করা সম্ভব নয়। আদালত বলেছে, ‘‘সব রাজ্যের বোর্ডগুলিকে মূল্যায়নের একই নিয়ম মেনে চলতে হবে, আমরা এমন কোনও নির্দেশ দিচ্ছি না। তবে তা চূড়ান্ত করতে হবে কিভাবে করা হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর