উত্তরপ্রদেশের শ্রাবস্তি জেলার তৃতীয় শ্রেণীর এক ছাত্র বুধবার মারা গেছে। ফি দিতে না পারায় তার স্কুল শিক্ষকের তাঁকে বেধড়ক পেটায়। এবং তারফলেই ৯ দিন পর মৃত্যু হয় তাঁর।
গত ৮ আগস্ট ব্রিজেশ প্রসাদ নামে তৃতীয় শ্রেণীর ছাত্রকে অনুপম পাঠক নামে শিক্ষক মারধর করে। এরপর ছাত্রটিকে বাহরাইচ এর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।
ছাত্রটির পরিবারের দাবী, ২৫০ টাকা ফি দিতে না পারায় তাঁকে মেরে ফেলা হয়েছে।
শিশুটির মামা শিবকুমার লালের অভিযোগের ভিত্তিতে অনুপম পাঠককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ 304, 323, 504 এবং 506 ধারায় অভিযুক্তের বিরুদ্ধে কেস ফাইল করেছে।
বৃহস্পতিবার শিশুটির পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা ন্যায়বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্কুলের সামনে বিক্ষোভ দেখান।