মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে চাইছে না কংগ্রেস, লজ্জাজনক হারের ভয় নাকি অন্য কিছু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-04 at 1.44.31 PM

একুশের  নির্বাচনে বাম-কংগ্রেসকে জিরো করে দেওয়া এবং  বিজেপির সেলিব্রিটি সমাহার ও হেভিওয়েট নেতাদের প্রচার সত্ত্বেও পরাজিত করে ভারতের রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠেছেন মমতা বন্দোপাধ্যায়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ফলে জাতীয় রাজনীতিতে গুরুত্বও বেড়েছে মমতা ব্যানার্জির।

কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় এলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে  উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার পুরোনো কেন্দ্র ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন তা জানিয়ে দিয়েছেন ভবানীপুরের পদত্যাগ করে বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে রাজি নন কংগ্রেসের দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরী। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কিন্তু অধীরের অমত নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে নারাজ অধীর চৌধুরী।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর