দেশে করোনা সংক্রমন ছাড়াল সাড়ে ৮৪ লক্ষের গন্ডি, আতঙ্ক কেটে বাড়ছে করোনা জয়ীর সংখ্যা

এনবিটিভি ডেস্ক: দেশে করোনা সংক্রমিতের গ্রাফ ইতিমধ্যেই সাড়ে ৮৪ লক্ষের গন্ডি পেরিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৩৫৭ জন। এই মুহূর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৮৪ লক্ষ ৬২ হাজার ৮১ জন। এখনও পর্যন্ত সক্রিয় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৫ লক্ষ ১৬ হাজার ৬৩২ জন। শুক্রবারের চেয়ে ৪ হাজার ১৪১ জন কম।

এদিকে, গত ২৪ ঘন্টায় দেশে মারা গিয়েছেন ৫৭৭ জন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন ১ লক্ষ ২৫ হাজার ৫৬২ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৮ লক্ষ ১৯ হাজার ৮৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯২০ জন।

Latest articles

Related articles