দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ছাড়াল ২২ লক্ষ ১৫ হাজার ৭৪, মোট প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৩৮৬ জন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200810-WA0006

এনবিটিভি ডেস্ক: চারিদিকে শুধুই আতঙ্ক। করোনার দাপটে জীবন ওষ্ঠাগত। কিন্তু তারমধ্যেই দেশে নোভলে জয় করলেন ১৫ লক্ষ মানুষ। তাঁদের সকলের কাছে হার মেনেছে নোভেল করোনাভাইরাস। আশার আলো দেখাচ্ছে সুস্থতার হারও। দেশে সুস্থতার হার প্রায় ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ ৫৪ হাজার ৮৫৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এখন সক্রিয় আক্রান্তর থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা প্রায় ৯ লক্ষ বেশি। সরকারি তথ্য অনুযায়ী দেশে করোনা পজেটিভ হওয়ার হার কমে হয়েছে ২৮.৬৬ শতাংশ। দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪ লক্ষ ছাড়াতেই স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন টুইট করে লিখেছেন, “কোভিড হারছে, দেশ জিতছে।” হর্ষ বর্ধন জানিয়েছেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিস্বার্থ সেবার জন্য।

দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ২২ লক্ষ ১৫ হাজার ৭৪। মোট প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লক্ষ ৩৫ হাজার ৭৪৩ জন। সক্রিয় করোনা রোগী ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর