হুকিং করে পাম্প চালানোর প্রতিবাদ করায় দা দিয়ে কোপানোর অভিযোগ ক্যানিঙয়ে

ক্যানিং: হুকিং করে মোটর পাম্প চালালে সেই মোটর পাম্প এর তারে শক খেয়ে আহত হয় এক শিশু। তার প্রতিবাদ করলে দা দিয়ে কোপানো হয় স্বামী স্ত্রীকে। ক্যানিং থানার কুমার শা মাঝেরপাড়া ঘটনা। বৃহস্পতিবার সিরাজুল গায়েন ও তার স্ত্রী আজমিরা গায়েনকে দা দিয়ে কোপানোর অভিযোগ তাদের আত্মীয় ইলিয়াস গায়েন মিন্টু গান সহ আরো অনেকের বিরুদ্ধে।

আজমিরা গায়েন জানান ইলিয়াস গায়েন বাড়ির সামনে থেকে হুকিং করে মটর পাম্প চালায় সেই হুকের তারে তার আড়াই বছরের নাতি শক খায়। এই ঘটনার কথা আজমিরা গায়েন তার স্বামী সিরাজুল গায়েন সন্ধ্যায় বাড়ি ফিরলে তাকে জানান। এই ঘটনার কথা সিরাজুল অভিযুক্ত ইলিয়াস গায়েন কে জিজ্ঞাসা করতে গেলে তখন তাকে দা দিয়ে কোপায়্‌ তার স্ত্রী আজমিরা গায়েন ঠেকাতে আসলে তাকেও কোপানো হয় এমনই অভিযোগ করেন আজমিরা। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এরপর তারা ক্যানিং থানার দ্বারস্থ হয়। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।

 

Latest articles

Related articles