আসানসোলে নাবালিকা ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

উজ্জ্বল দাস, আসানসোল: নাবালিকাকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আসানসোল আদালত।বুধবার এই মামলায় বিচারক এই নির্দেশ দিয়েছেন।

এই ঘটনা প্রসঙ্গে সরকারি আইনজীবী তাপস উকিল বলেন, ২০১৮ সালে আসানসোল উত্তর থানার চাঁদমারি এলাকায় প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে কিরন হাজরা নামে এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত কিরন হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ।এরপর পকসো আইনে মামলা রুজু হয়। আসানসোল আদালতে ১০ জন সাক্ষীর পর অভিযুক্ত কিরন হাজরাকে আদালত দোষী সাব্যস্ত করে।বুধবার আদালতের বিচারক দোষী সাব্যস্ত কিরন হাজরাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।এমনকি নির্যাতিতার জন্য ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

Latest articles

Related articles