
দক্ষিণ এশিয়া জুড়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট JN 1 COVID 19
ভারত, হংকং, এবং চিনে অত্যন্ত দ্রুতগতিতে ছড়াচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট। জানা যাচ্ছে, এই মুহূর্তে ভারতবর্ষে মোট ২৫৭ জন মানুষ কোভিডে আক্রান্ত। ২০২৫ সালে এই ভেরিয়েন্টটি সারা বিশ্বজুড়ে ছড়াতে শুরু করল। এর প্রথম হদিশ পাওয়া যায় ২০২৩ সালে, যা পিরোলা নামে পরিচিত। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কভিডের বারবারঅন্ত এখন অব্দি চোখে না পড়লেও, মহারাষ্ট্র,তামিলনাড়ু, ও কেরালায় বেশ কিছু কভিড আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে।