
সিপিআইএমের রাজ্য সম্মেলনে মহম্মদ সেলিম পুনরায় রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে।
সম্মেলনে ৮০ জন সদস্যের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে, যেখানে ৯ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
৮০ জন সদস্যের সিপিএম-এর যে রাজ্য কমিটি জায়গা পেলেন ১৪ জন মহিলা। রয়েছেন দেবলীনা হেমব্রম, মীনাক্ষি মুখোপাধ্যায়, জাহানারা খানরা সহ আরও অনেকে এর পাশাপাশি, কমিটিতে রয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ি , দেবব্রত ঘোষ ।
বয়সজনিত কারণে অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকারের মতো নেতাদেরও কমিটি থেকে বাদ রাখা হয়েছে। তাদের স্থানে গৌতম ঘোষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন রাজ্য কমিটিতে ১৪ জন মহিলা সদস্য রয়েছেন।
মহিলা সদস্যদের সংখ্যা এক তৃতীয়াংশের কম হওয়ায় প্রশ্ন উঠছে, সিপিআইএম নতুন মহিলা নেতৃত্ব তৈরি করতে পারছে না, নাকি সংগঠনে মহিলাদের সম্পৃক্ত করতে সমস্যা হচ্ছে ? সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি অনীহার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। মহম্মদ সেলিম পূর্বে জানিয়েছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।