আসানসোলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের কেন দেওয়া হয়নি ক্ষতিপূরণ, প্রশ্ন তুলে প্রশাসনকে কাঠগড়ায় তুলল সিপিএম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211007_164400

উজ্জ্বল দাস, আসানসোল: বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালো সিপিএম। অগ্রিম জানানোর পরও ডিএমকে ডেপুটেশন দিতে গিয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের অনুরোধে ফিরে গেলেন তারা।

তাদের দাবি, বাম আমলে এই গাড়ুই নদীর সংস্কার হলেও পরে আর তা হয়নি। এখন এই নদীর সংস্কার প্রয়োজন। এছাড়া যে বিপিএলের আবাসনগুলি বানানো আছে, সেই গুলিতে ক্ষতিগ্রস্ত মানুষদের থাকার ব্যবস্থার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেটা এখনও অবধি করা হয়ে ওঠেনি। আসানসোলকে বাঁচাতে হলে ১০০ কোটি টাকার প্রয়োজন এই দাবি তুলে প্রশাসনকে কাঠগড়ায় তুললেন সি পি এম জোনাল কমিটি জোনাল কমিটি সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর