আপাতত বন্ধ হচ্ছে না আসামের সরকারি মাদ্রাসা শিক্ষা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200928-WA0021

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম করিমগঞ্জ): আপাতত সরকারি মাদ্রাসা শিক্ষা বন্ধ হচ্ছে না শিলচরে এসে মুসলিমদের ধর্মীয় সংগঠনের প্রধান দের সাথে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিলেন শিক্ষা মন্ত্রী ড: হিমন্ত বিশ্বাস শর্মা৷ সম্প্রতি অসমের শিক্ষামন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বাস শর্মা ঘোষণা করেছিলেন সরকারি মাদ্রাসা ও সংস্কৃতির টুল বন্ধ করা হবে৷ তারপর থেকে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে শিলচর সার্কিট হাউসে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন নদওয়াতুত তামির আহলে সুন্নাতুল জামাত জামায়াতে ইসলামী হিন্দের শীর্ষ পদাধিকারীগণ৷ উনারা মন্ত্রীকে বুঝিয়ে বলেন মাদ্রাসাতে শুধু আরবি শিক্ষা দেওয়া হয় না এখানে আরবি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিক শিক্ষা, আদব আখলাক শিক্ষা দেওয়া হয় তাই শিক্ষামন্ত্রীকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানান তারা৷ উনারা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে জানান মন্ত্রী তাদের আবেদনে সাড়া দিয়েছেন এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না আরেক দফা আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান৷ সেখানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামিরের আমিরে শরিওত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর, জামাতে ইসলামী হিন্দের দক্ষিণ অসম জুনের সভাপতি জনাব নুরুল ইসলাম, মাজারবইয়া জমিয়ত উলামা হিন্দের পক্ষে মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর