জৈদুল সেখ, বহরমপুর: “স্কুল ডাকছে” কর্মসূচীর সূচনা হল মুর্শিদাবাদে। বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এই প্রথম “স্কুল ডাকছে” অনুষ্ঠান করা হল ।
সকল মেয়ে ও ছেলেদের আধার থেকে শিক্ষার আলোয় ফেরানোর সামাজিক উদ্যোগ। করোনা মহামারির পরে স্কুল খুলেছে। কিন্তু তারপরেও জেলায় স্কুলমুখী হচ্ছে না ছাত্রছাত্রীরা। তাই ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার জন্য এই উদ্যোগ। জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সিরাজ ধানেশ্বর, জেলা প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান আশিষ মার্জিত সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।