এনবিটিভি, ওয়েব ডেস্ক: বাকি মাত্র ৪৮ ঘন্টা। কিন্তু তার আগেও চলছে চারিদিকে রাজনৈতিক হিংসা। তবে বলির শিকার কিন্তু হচ্ছেনা বিরোধীরা। হচ্ছে শাসকদলের কর্মী ও সমর্থকেরা।
শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী ফজিলা বিবির বাড়ির সামনে বোমাবাজি। অভিযোগের আঙ্গুল কংগ্রেসের দিকে। চারটি বোমা ফাটলেও, পরে এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
কুলতলিতে সিপিএমের ভোটার স্লিপ না নেওয়ায় তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা বাম কর্মীদের। বাবাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন ছেলে। ঘটনাটি ঘটেছে কুলতলির কুন্দখালি গদাবর গ্রামে।
বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে এলাকার সিপিএম প্রার্থী ও তাঁর ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার হাজিপুর গ্রামে।